অচিনা জীবন
কোন একদিন বন্ধ হবে আমার নিশ্বাস
এইটা আমি করি সবর্দা বিশ্বাস
আত্মীয় স্বজন আর ডাকবেনা আমাকে
মামুনুর রশীদ যে হয়ে গেছে লাশ
এই পৃথিবীতে ছিলাম আমি বড়ো একা যে
আমার পরিচয় দিবে না আর কেউ যে
কেউ ডাকবে না খোকা বলে আমাকে
কোনো একদিন হয়ে যাবে সবাই পর আমি
যাদের সাথে কাটিয়ে ছিলাম সবসময়
কেউ রাখবে না আমাকে তাদের মুখে
বলবে সবাই লাশ
হারিয়ে ফেলেছি সব মায়া খেলা
কিছু ক্ষণিকের ভালোবাসা রেখে গেলাম ধরাতে