নষ্ট সমাজ


কথায় আছে অভাবে স্বভাব হয় নষ্ট,
এমন কথা আগের  ছিলো ঠিক।
বতর্মান সমাজ নষ্ট হলো কিসে
দেখো একবার দেখ,
চোখ দুটি খুলে তাকিয়ে দেখো।

বতর্মান সমাজ নষ্ট হলো এমন একটা দিক,
সারাদিন রাজনীতিতে রাজপথে কাটে।
রাত হলো  চ্যাটে ভক্ত হয়ে পরে,
রাত দিন এভাবে যাওয়া পর,
নেশাতেই বর্তমান যুবকেরা হয় যুক্ত।

সুখ কিভাবে আসবে তাদের ঘরে।
টিকটক  নিয়ে তারা সবসময় ব্যস্তু,
শিক্ষা দিক হচ্ছে নষ্ট।
সুশিক্ষাই গঠন করবে যাদের,
চিন্তা করে বাবা-মা,
তাদের মাথা চুল হয় অল্প বয়সে সাদা।

যে বাবা-মা স্বপ্ন আছে ছেলে মেয়ে নিয়ে,
রাখেন তাদেরকে বুকে লুকিয়ে।