নারী তুমি জেগে ওঠো
নারী তুমি জেগে ওঠো
বলো আমি নারী
এই নীরব মোমবাতি সারিতে মিছিল পারবে না
ধর্ষেক হিংস্র ধারালো বিষদাঁত ভেঙে দিবো
তাই তোমাদের সম্মান
তোমাদেরকেই অধিকার ছিনিয়ে নিতে হবে
তাই নারী তুমি জেগে ওঠো
বলো আমি দেবী
নারী তুমি মায়াবী, তাই তুমি ধবংসকারী
ওহে হিংস্র, কাপুরষ তোমরা পারবে না
নারী তোমার ইচ্ছার মতো ভোগ করো
তোমরা পারবে, যদি হাতে মুঠটাকে শক্ত করে রাখো
দেখবে বিজয় তোমার হাতে মুঠে
তাই নারী তুমি জেগে ওঠো
বলো আমি নারী
তাই তুমি রূপপ্রতি
ছেড়ে দাও ওই গন্ডকাটা বিচার ব্যবস্হার
নিজে ওপরে ভরসা করো
অস্ত্র হাতে বেরিয়ে পরো
নিজেরা করো নিজেদের রক্ষা ব্যবস্হা
নারী তুমি জেগে ওঠো
বলো আমি নারী
বলো আমি কারোর
ভোগ পণ্য নও
বলো আমি কারো ব্যাবহারে পাত্র নয়
দশমাস দশদিন গভের ধারণ করা
মা আমি নারী