মহান বিজয়



মহান বিজয় দিবস,
১৬ ই ডিসেম্বর যার নাম।
যাদের বিনিময়ে পেয়েছি স্বাধীনতা
তাদেরকে জানাই হাজার আবার স্বাগতম।

হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান
বাঙ্গালী ছিল একপ্রাণ।
পাক হানাদার বাহিনী  বিদায় করে
গেয়েছে বিজয়ের স্লোগান।
জয় বাংলা জয় বাংলা ।

কৃষক, শ্রমিক, ছাত্র, কুলি
সকলে রেখেছিলো হাতে হাত
বিজয় এনেছে ছিনিয়ে।
হেসে ওঠে বাংলা প্রাণ ।


ত্রিশ লক্ষ শহীদের বুকের রক্তের,
বিনিময়ে মোরা পেয়েছি স্বাধীনতা ।
আমরা ভুলতে পারবো না
লাল সবুজ এই পতাকা ।