মায়ের ভালোবাসা


মা  শব্দটির কোন সাধারণ অর্থ নয়
  যাকে  ঘিয়ে  আমার এই পৃথিবীতে আমার পরিচয়

যত বড় হই কিংবা  রই  ছোট  মতো
কোন শ্রম নেই মায়ের মতো

স্বার্থহীন ভালোবাসা পাবে তার কাছে
চীরকল্যাণ কামী আমার  মায়ের

ঋণ হবে না শোধ বানালে আমার চামড়ার জুতা
সেই মায়ে সাথে যারা খারাপ  আচরণ করবে

বুঝবে সেইদিন ,  যেইদিন করবে  মৃত্যু
মা বিহীন কেউ আসেনি এই পৃথিবীতে

হজ্জের হয়ে যাবে মা বিনে সুখ
বউ পেলে ভুলে যাই মা বিনে মুখ

সব ভুলে যাবো আমি  মা বিনে  ডাক
অভিশপ্ত  জীবন তার ব্যাথা এই পৃথিবী

যার মা বিনে ঘিয়ে  এই পৃথিবী ,
  এক বুক আশা নিয়ে

জীবন দিছে পারি,  সন্তান  করছে লালন পালন
  সেই  মাকে ভুলে আমি বউকে  করছি আপন

মেলান্দহ, জামালপুর

১৪-০১ -২০২২