কলম হাতে ছাড়া ছাড়ি
নিত্য করি লেখা লেখি।
সময় পেলে আমিও
এই কলম বিক্রি করি।

বিবেক বুদ্ধি  ঘুমিয়ে
কলম বিক্রিতে আমি আছি এগিয়ে
কলম বিক্রি করে ওদের কে
মরা আগেই মরি।

শিল্পী আঁকে মনের সুখে
মনে আকাঁ বাঁকা ছবি।
সেই কলম বিক্রি তে
আমি একজন চাকরিজীবী।

কলম দিয়ে কবিগুরু
করছেন বিশ্ব জয়।
দেশ জুড়ে হইচই
কবি বিদ্রোহী কই

সেই কলম বিক্রিতে,
লাগে একটা চাকরি ।
শক্ত হাতে কলম দিয়ছি,
করব আমি প্রতি ক্ষণে ক্ষণে বিক্রি ।