কবি হওয়ার ইচ্ছা
মনে বড় আশা ছিলো
একদিন আমি সেনাবাহিনীর হবো
হয়নি আশা পূরণ, তাতে আমি কষ্ট পাইনি
কারণ আমি দারিদ্র ঘরে সন্তান
পরে আমি চিন্তা করলাম করবো রাজনীতি
তাঁতে দেখি দুনীতি, এখন আমি করি পেটনীতি
সকলে মাঝে ছন্দে ছন্দে কথা বলি
সবাই বলে কবি হবি না-কি
সেই থেকে ইচ্ছা জাগলো
কবি হবো আমি
মনে আমার হাজারো দুঃখ পুষি
হাজারো মানুষের দেওয়া দুঃখের ব্যর্থা
আমার মনের কথা বলতে চাই
দিলে সকলে অনুমতি
আমার মনে দুঃখের কথা
অন্য দেওয়া সীমাহীন ব্যর্থা
সেই কষ্ট, দুঃখ নিয়ে ভাবি
আমি হবো একদিন কবি
জানি, কবি হওয়া নয়তো সোজা
অংক, শব্দ, ভাষা বুঝা
লিখতে গেলে পাই’না ভাষা
মিটলো না কবি হওয়া আশা
তারপরও ফল করি কবি-দের
পারুল,পারবিন, রাসেল,পারভেজ
কেমন করে লেখে তারা
ফল করে চলি তাদের
তাও পাই’না খুঁজে কবি হওয়া ভাষা
অবশেষে বলে যাই
সকলের কাছে দোয়া চাই