জীবনের শেষ বেলা


বহু রাত পরে হয়নি আজ রাতে ঘুম
অপেক্ষা অপেক্ষা কেটে গেলো কালো রাত
এইটা কোন মিথ্যা নয়, সত্যি কালো রাত
একশ দুই বার ঘড়ি দেখে হয়নি তবুও ভোর ।

সন্ধ্যার রাতে আকাশ ভর্তি তারা
মাঝরাতে কালবৈশাখী ঝড় ।
এই কি হলো আমারই বেলা  ।
অপেক্ষা থেকে হয়েছে জীবনের শেষ বেলা ।

সত্যিই খুব জানতে ইচ্ছে করে,
কার কোলে মাথা রেখে ঘুমাও তুমি চিরসুখে ।
সত্যিই খুব জানতে ইচ্ছে করে,
কার বুকে মাথা রেখে ঘুমাও তুমি চিরসুখে।

সত্যি তোমার অভিনয় টা দারুণ ছিলো,
তুমি জিতে গেছো, হেরে গেছে ভালোবাসা ।
আজ হেরে আমারি জীবন শেষ বেলা।
এই পথচলা দুজনের খুব সুন্দর ছিলো,
একে অপরে অনেক স্বপ্ন ছিলো ।
দু'জনই চলছি ভুল পথে ।
বিধাতা জেনো দুইজনকে না করার দেখা
বিদায় নিলাম তোমার থেকে, থেকো তুমি ভালা।