হাসি তো মোর নেই
হাসি টা আজ লুকিয়ে রাখছি
বুকের মাঝে পাহাড় সমান কষ্ট ,
সুখ খুজতে ভালোবাসতাম তোমায়
তাতে আজ মুখ বিষন্নতা ভরা ।
তোমায় ভালোবেসে আজ,
আমার পুড়ে ছাঁই হলো জীবন ।
শিখতে ভালো মন্দ বেসে ছিলাম ভালো
তাতেই আমি শেষ ।
তোমার ভালোবাসার আকাশ খোলা
আমার নেই তো যোগ্যতা ।
আমায় ভালোবেসে তুমি উড়ো মুক্ত আকাশে
আমার ভিজে চোখের পাতা।
সেই তুমি আজ অন্য কারো
আমি পথের মাঝে, পথহারা পথিক হয়ে।
তুমি আজ অন্যের ঘরের ঘরনী হয়ে
আমি চিতার।
একি ছিলো ভালোবাসার প্রতিদান
বেসেছিলাম ভালো আমি একাই ।
যদি আমি আবারও ভালোবাসার যোগ্য হও
সেদিনও ভালোবাসবো তোমায়।
বাঁচতে হলে হাসতে হবে,
হাসি আমি মিথ্যা হাসি
সেই হাসির মাঝে কষ্ট লুকিয়ে রাখছি,
তার কারণ শুধুই তুমি ।