ত্যাগ


ত্যাগ করলাম , পরিবার পরিজন
ত্যাগ করলাম , বন্ধু রাজ মহল
ত্যাগ করলাম , প্রেম আর ভালোবাসা
ত্যাগ করলাম , আনন্দময়ী সময়গুলো

ত্যাগ করলাম , চাওয়া না পাওয়া
আরো ত্যাগ করলাম , গ্রামের প্রকৃতির মহাদর্শন
ত্যাগ করলাম , পাঠ শালা সহপাঠী
তাও এখনো পেলাম না জীবনে কোনো পরিবর্তন

আমি আজও বড় একলা একা
সঙ্গী খুজি নেই কোনো পথে
নিজেই নিজেকে প্রশ্ন করি মাঝে মাঝে
উত্তর খুজে পাইনি এখনো

বলেন! এই ত্যাগে কি পেলাম আমি
সুখ কি পাবো ত্যাগের পরে
না কি!  সুখ লেখে নি এই ছেলে  কপালে
  আমি ত্যাগে অনেক সুখি