ফিরিয়ে নেও তোমার মনে

এস এম মামুনুর রশীদ

জীবন চলাচলের পথে ছিলো না কোন বাধা,
সবসময় একা একা চলেছি,
জীবন ছিল সবার চাইতে আলাদা,

তুমি এলে এই জীবনে,
কালনাগিনী হয়ে।
কেনো,
এলে তুমি  এই শুকনো মরভুমিতে
শুরু  নিজের দেহকে পুড়াতে।
নয়তো ভালোবাসা__ হয়েছে ঝামেলা।
নিজেকে রাখতে পারি না__দূরে
বন্দী আমি তোমার মায়াতে,
কেনো,
হয় ভালোবাসা এমন।
চলতে হয় তোমার থেকে আলাদা।
এসে এই পথে__হয়েছি দিশেহারা।
পাইনা কোনো কোল__তোমার আমার মন বকুল।
একা একা ছিলাম ভালো।
কেনো,
          বিয়ে বাড়িতে দেখা হলো,
ফিরতে এখন মন করে আকুল বকুল।
আমি তো ছিলাম সেই এক টাকার কয়েন মতো
কেন,
তুমি তুলে নিলে  তোমার ঐ বুকে
ছুড়ে মারবে যদি সেই নদীর তীরে
সেই এক টাকার কয়েন দেখো লোকজন,
তুলে নেই না হাতে,
দেয়না কোনো মূল?
কেনো?
তুমি তুলে নিলে তোমার ঐ বুকে
আমি কি ছিলাম তোমার বুকের পতোম পাফর্স
        নাকি তোমার মাথা কেশ
তুমি তুলে নেও তোমার বুকে,
আপন ভেবে জায়গা তোমার মনে তরে।
হয় নি জায়গা তোমার মনে ।
আমি তোমাকে ভীষণ ভালোবাসি
তুমি বুকে নিয়ে অবহেলা করলে বেশি।

তোমার মনে নয়,
আমার ভালোবাসা যত্ন করে রেখে তোমার জীবনের পাতার ভাজে ভাজে।
ঠিক সারাজীবন ধরে।
দিও না আমায় ফিরাইয়া,
আজও  তোমার পথ চাইয়া আছি।