দুখু মিয়া
        


        জন্ম  নিয়ে আসল কবি
   চুরুলিয়া গ্রামের তাহার বাড়ি
         ধীরে ধীরে বড় হয়ে
         অন্যের  রুটি বলে

         মাথা ভর্তি ঝাকড়া চুল
           কত সুন্দর তার হিয়া
    অবুঝ কালে  বাবা-মা হাড়িয়ে
              এতিম হল গিয়া

    জায়গায় জায়গায় ঘুরে ফিরে
   কাটে তাহার সকাল সন্ধ্যা বেলা
      অবাক দৃষ্টিতে চেয়ে দেখি
       পাঠ্য বইয়ের তোমারই মেলা

           প্রতিবাদ করা তোমার
             ছোট্ট কালে ছিলো
            প্রতিবাদী কবি তুমি
        তাই তো বিদ্রোহী নাম হল

            দুঃখ, কষ্ট বুকে পুষে
             করল জীবন গঠন
         বুকে তাহার অনেক সাহসী
               ভয় করতো কভু

           নিত্য নতুন  কথা পেতাম
             আমাদের পাঠ্য বইয়ে
              সুর তুলে গান গেয়ে
     পেতাম আমাদের সুপ্রিয় এক কবি

          ♥ কাজী নজরুল ইসলাম ♥