দ্রব্যদের বাজার শেষ
দেখো বাঙ্গালী দেখো
নিত্য দ্রব্যের বাজারে লাগছে আগুন
সব চেয়ে ভালো লাগে
কিনতে গেলে তেল
এক ধাপে দাম বেড়ে
ডাবলে যেয়ে হচ্ছে খাড়া
শ্রমিকের বেতন বাড়ায়
নেইতো কোন কথা
দিচ্ছে তারা বসে ভাষণ
এটা জনগণের চাওয়া শাসন
স্বার্থের টানে কেউ ভাবে না
সাধারণ জনগণের কথা
এখন সবাই ভাবে নিজের কথা
সামনে বাঁচলে আমি হবো
এই দেশের নেতা
করবো শাসন করবো শোষণ শুনবো না কারো কথা