বন্ধু রে
এস এম মামুনুর রশীদ
কেমন আছো কই আছো
জানি না তোমার কথা
ভুলে কি গেছ তুই
সেই আঠারো বছর কথা
না কি আজও মনে পড়ে
আমারই কথা
যেখানে থাকিস ভালো থাকিস
কখন পেলে আমার বার্তা
রোজ বিকালে মিস করবো
তোমার দেওয়া কথা
আজ পৃথিবীতে লাগে
আমার বড্ড একা
দুইজন মিলে বসতাম আমরা
সেই কাশফুলের ধারে
বলতাম মনে কথা
একে অপর কে
সেই থাকে জন্ম নিল
আমাদের বন্ধুত্ব ভালোবাসা
আছি আমি দূর প্রবাসে
মিস করি বন্ধু তরে