আমি নষ্ট ছেলে


হ্যাঁ, আমি নষ্ট ছেলে
এই সমাজের চোখে আমি নষ্ট ছেলে
কিন্তু, আমি আমার কাছে খুবই পবিত্র ।
আমি অন্যের মতো বিক্রি হওয়ার কেউ নয়।

অনেকই আবার বলে, সব বিষয় তর কাছে ভালো না।
কেউ বলে বয়স বাড়ছে, বুদ্ধ বাড়ে নাই ।
অন্যায় দেখলে মানিনা ছোট বড়, করি প্রতিবাদ।
তাই সমাজের চোখে অপরাধী।

আসলেই আমি কেন?  নিজেকে নিজে প্রশ্ন করি।
বেহিসাবি চিন্তা করি, পরাধীনতার বাস করি
সমাজের চোখে নষ্ট আমি।
এটা আমার পরিচয়।

তবে আমার কাছে আমি পবিত্র,
সত্য কথা বলি,সত্য পথে চলি।
লোকের কথায় আসে কি যায়।
আত্মাবিশ্বাস নিয়ে বলি আমি এমনি।