আমি কেন তোমাকে চাই
এস এম মামুনুর রশীদ
আমি শুরু তোমাকে চাই
তোমার বিষন্নতা মুখে হাসি দেখতে চাই!
তোমার একান্ত দুঃখগুলো
আমার করে নিতে চাই ।
আর যতবার চেয়েছি তোমায়
তার প্রতিফলন পেয়েছি,
তুমি ছাড়া আমার আর কিছু নেই,
ভালোবাসার জায়গায় টা বড়ই শূন্য,
তাই তো বারে বারে প্রকাশ করি ;
আমার মনের অনুভূতি
কবিতা আর গল্পের মাঝা মাঝি
আমি বড়ই ব্যর্থ।
আজ কাল নিজেকে লাখি মনে হয় ;
মনের ঘরে শূন্য অনুভূতি।
ব্যর্থতাই ভরা এই জীবন
আমি আর নিজেকে হারাতে চাই না।
এই দুনিয়ায় মিছে মায়াতে ,
আমি কেন চেয়েছিলাম তোমাকে
তার প্রতিফলন হয়ে নেমে এসেছে এই জীবনে
ব্যর্থতা আর শূন্য অনুভূতি ।