আমি আর কিছুই চাই না
ভালোবেসে ছিলাম তোমায়, কি পেলাম বিনিময়ে ?
ঘৃণা আর কষ্ট পেয়েছি এক বুক
আসক্ত হয়ে তোমার হারিয়েছি সবই,
আস্তে আস্তে নিজেরই আজ নিখোঁজ ।
চিনে না চিনে জীবনে দামী জিনিস তোমায় দিয়েছিলাম
তাই তো আজ যন্ত্রণা আর কষ্ট পেলাম এক বুক।
তোমার মুখের হাসি দেখে
তাই আজ ভাসতে হয় চোখের জলে
কাঁদিতে হয় নিশি রাতে
একাকীত্ব কাকে বলে? বুঝি তোমায় হারিয়ে
ভালোবাসা না পেলে, ভাবছো মরে যাব
নাই বা পেলাম তোমায়, নতুন কিছু করব বলে ?
তোমার স্মৃতি কবর দিলাম ।
আর এই পৃথিবীতে চাই না কিছু,
আমাকে আমার মতো থাকতে দাও!
পিছনে ফেলে আসা সকলই তো স্মৃতি কিছু।