আমার মায়ের কোলে
মাগো তুমি তো অনেক ভালোই ছিলে
তোমার কোলে মাথা রেখে ঘুমিয়ে ছিলাম আমি
তোমার কোলে আমার শান্তির জায়গা
দূর প্রবাসে আছি আমি মাগো ,
মাগো কত দিন ধরে দেখি না তোমায়
যেখানে যায় স্বার্থের খেলা ।
শুধু তোমার কোল ছাড়া
মাগো তোমার কোল জুড়ে এসেছি
শুধু তোমার কোলে মাথা রেখে ঘুমাতে চাই আমি
আজ হয়তো দূর প্রবাসে আছি, বাড়ি ফিরে যাবো মাগো।
মাগো তোমার কি মনে আছে,
আমার ঘুম আসো তো না যখন
চাঁদের গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দিতে আমায়
আমার মাথায় হাত রাখে ঘুমিয়ে দিতে আমায়।
মাগো তোমার কি মনে আছে,
শীতের দিনে খেজুরের রস, সকালে কিনা পিঠা নিয়ে এনে দিতে আমায় ,
মাগো এসে আমি দূর প্রবাসে
তোমার স্মৃতি মনে পড়লে কাদি আমি ।
মাগো আমি তো তোমার জন্য কিচ্ছুই করতে পারিনি
জানি না, করতে পারবো বলোই মনে হয় না ।
দোয়া করো মাগো তোমার ছেলের জন্য,
আসবো আমি বাড়ি ফিরে, তোমারি কোলে।
শেষ নিশ্বাস জেনো ত্যাগ করতে পারি, মা
তোমার কোলে মাথা রেখে, এই স্বপ্ন আশা, এই আমার চাওয়া।