একুশে ফেব্রুয়ারি
বাংলায় বিদ্রোহী এক সাহসী যুবক
শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান
সত্য ন্যায় ও মানবতাকে দিয়েছিল সম্মান
বলে ছিলো বাংলার স্বাধীনতার স্লোগান
করেছিল বাঙালিদের সাহস দান
তেজোদ্বীপ্ত কন্ঠে গেয়েছিল মুক্তি গান
তখনও ছিল বাঙালি মতৃপ্রায়,নিষ্প্রাণ
মুক্তি গান শুনে শুনে বাঙালিদের ফিরে এলো প্রাণ
বাঙালিদের এক কমান্ডার গায়ে ছিলো মুক্তি গান
রক্ত করেছি দান ! জীবন দিয়েছি বিজন
অবশেষে বাঙালিরা পেলো মুক্তি একটি গান
আমার সোনার বাংলা, আমি তোমারই ভালোবাসি
আজকে একুশে ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবস
হাজার হাজর বছর রাখবো মনে এই দিন