একটু শান্তি চাই
বিশ্ব মাঝে একটি অকান্ড অগ্নি যুদ্ধ
দেখে কেমন করে আমরা থাকি ঠিক
মনে মধ্যে কেমন জানি এক ধরনের ভয়
কেমন করে শান্তিতে বাঁচি এই পৃথিবীতে
আজও মনে পড়ে সেই বিশ্বযুদ্ধের ইতিহাস
এখনো ভাসে এই দুই নয়নে
কিসের এতো অহংকার এই পৃথিবীতে
ভাবতে জল আসে আমার চোখের
শক্তিশালী রাশিয়া ইউত্রুেনের ওপর ফেলছে
কত শত অগ্নি গুলা রাশি রাশি
নিরীহ মানুষে গুলো প্রাণ যাচ্ছে
ভয়ে ভয়ে করছে না কোনো কাজ
কত কষ্টে আছে আমার ভাই বোনেরা
নিজের মধ্যে মৃত্যু ভয় নিয়ে আছে বেঁচে
চিন্তা চিন্তা নিজের জীবন যাচ্ছে বিসর্জন
শেষ হচ্ছে তাদের জীবন প্রতি ক্ষণে ক্ষণে
কত শত ভাই বোন আছে সেই দেশে
তারা কিভাবে আসবে ফিরে মাতৃভূমিতে
কেমন করে ফিরবে মায়ের কোলে
যুদ্ধ কি আর কখনো শান্তি হবে
তারা আবার কিভাবে করে শান্তির বড়াই
তারা বুঝবে এক সময় ক্ষমতা বড়াই
অন্ধ হয়ে গেছে তাদের লড়াই
আমরা একটু শান্তি চাই