আজ আমি হতাশ
আমার জীবন সবসময় একাকী মনে হয়।
নিঃস্বার্থ পৃথিবীতে হতাশে ঝড় বয়ে যায়,
প্রতিক্ষনে মনে হয় আমি একা
হারিয়ে ফেলেছি বেঁচে থাকা ভাষা
আমার জীবন বয়ে চলেছে হতাশে ঝড়ে।
কখনও ভাবিনি আমার জীবনে হতাশে ঝড়ে বয়ে যাবে,
আর কখনও ভাবিনি আমি একা,
কিছু সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে আমার মধ্যে।
হতে চাইনি আমি হতাশে ঝড়
কোনও স্বপ্নের ঠিকানা।
কিন্তু নাহ!আমি তো ভাবতাম আমি একা!
তাই তো নিজেকে নিজের মধ্যে কখনো খোজে পাইনি।
চেষ্টা করিনি কখনও?
শুধু ব্যার্থতার স্বপ্ন ভাঙা অভিমান গুলো,
লালন পালন করেছি নিজের মধ্যে।।
তারপর! হঠাৎ করে তুমি এলে আমার জীবনে,হ্যা তুমি এলে
জানো,সেদিন আমি অমাবস্যার রাতে,
পূণিমা চাদঁকে খোঁজে পেলাম নিজের জীবনে মধ্যে
তুমি হলে সেই হতাশ।
আমার জীবনে মরুভূমিতে ন্যায় হৃদয়ে হতাশ।
সবুজ আগমন জেগে ওঠে ছিলো আমার জীবন।
পূণিমা চাঁদের ঢেকে দিলো আমার জীবনে হতাশ
আমি তোমাকে কখনো বলিনি!
তুমি আমার হতাশ।
আমার এখন ভরসায় হাত হলো হতাশ।