অন্ধ-আঁধার এমন রাতে
বুকের মাঝে কষ্ট কেন?
কেউ কি তবে সুযোগ বুঝেই
কষ্ট নামক গোলক ধাঁধাঁ
আটকে দিল বুকের মাঝেই!
শুন্যতা ফের এমন কেন
এমন কেন কষ্ট গুলো,
কেমন করে পুড়ছে আমায়,
কেউ জানে না, কেউ দেখে না,
কেউ বোঝে না পুড়ছি আমি মনের কোণে;
নির্দয়া সেই কষ্ট আমায়-
করছে যে শেষ ক্ষণে ক্ষণে।।
এমনতর কষ্ট কেন
কেন এমন পোড়ায় আমায়
জ্বালায় কেন এমন করে
সকাল সাঁঝে অন্ধকারে...।