আশার ভেলায় ভেসে
আকাশ কে কাছে ডেকে
খুব করে তাকে চেয়ে
ভুলেও কি কখনো ফিরে দেয়া যায়?
ঘ্রাণে তার মন ভরে
যায় দিন ঘুরে ফিরে
কাটার আঘাত পেয়ে
ফুলের বাগানে কি রাত কাটা যায়?
ভুল করে, ভুল জেনে
আঘাতটা ঘুরেফিরে
আলো-আঁধারে ডুবে
জীবন কি কখনো পিছু ফিরে চায়?
শুধুই বাতিঘর
স্বপ্নের আলো জ্বেলে
পথ যায় ফুরিয়ে
অলস পা দু'খানি
বেলা শেষে রয় পথেই পরে!