কতটা সন্ধ্যা পুড়েছে ব্যাথায় বুঝে নিতো কেউ আমায়
চোখের খেয়ালে বুঝেছেতো ভুল, বেঁধেছে শুধু ব্যাথায়,
আশায় আশায় দিন কেটে যায়, যায় কেটে দিন আশায়,
বুকের ভিতরে পোড়া ক্ষতটাই আমাকে শুধু জ্বালায়;
কেউ তো বুঝে না, কেউ তো শুনে না,
কি করে যাচি,
কি করে বাঁচি,
কি করে পথ পাড়ি দেই আমি,
একেলা একেলা হেটে হেটে পথ কতটা শ্রান্ত,
সেই ক্ষতটাই আমাকে জানায় আমি কতটা ক্লান্ত।
তবুও বুক বাঁধি আশায় আশায় সেই ক্ষতটার পাশে,
সে যেন ফের পোড়া ক্ষতটার বা’পাশে বাসা বাঁধে।