বলি নাকি বাঙালি, শান্তি এখানেই
মানুষ যেখানে পুড়ে শান্তি কি সেখানেই?
অবাক...! অবাক লাগে ভীষণ অবাক লাগে,
মিথ্যের বেড়াজালে সত্য যে চাপা পড়ে
সেখানেই শান্তি, তারা নাকি শান্ত!
জীবন যেখানে মূমুর্ষ-বিভীষিকা,
সেখানেই শান্তি, তারা নাকি শান্ত!
রাজনীতি-রাজনীতি, মিথ্যের কূটনীতি
বেশ্যার বেশ ধরে-
পুলিশ ঘুরেফিরে
টাকা আর দালালীতে
মন দেয় চোখ বুজে!
মানুষ মেরে সেথা চাপা রাখে রীতিনীতি!
চাপা পড়ে রাজনীতি, জানোয়ার গড়ে নীতি।
তবু খুঁজি শান্তি, তবু চাই শান্তি
অবুঝ এই চিত্ত, খুঁজে শুধু নিত্য
আছে বুঝি এখানেই শান্তি... সত্য!