সময়ের পদাংক অনুসরণ
করে চলেছি যে আমি
সেই আমি আজ বড্ড অসহায়;
অথচ কত মুখে হাসি ফোটাতে চেয়েছি,
কত চোখে ঝড়াতে চেয়েছি আনন্দাশ্রু,
কত বুকে ফিরিয়ে দিতে চেয়েছি হারানো স্বপ্ন;
হয়নিতো, পারি নি কিছুই।
একটু একটু করে-
যখন জগতটা চিনতে শিখলাম,
ঠিক তখন থেকেই বুঝতে পেরেছি
আর দশটা জড় পদার্থ ছাড়া-
আমি আর এমন কিছুই নই!
ভুতগ্রস্থ একজন মানুষের মত-
দিগ্বিদিক ছুটে চলা এই আমি
আজ জড়াগ্রস্থ;
যার স্বপ্ন গুলো কফিনে বাঁধা,
যার চিন্তা গুলো ঘিনঘিনে আকার ধারন করেছে;
এই কি আমি, এই কি সেই আমি!
মাঝে মাঝে অবাক হয়ে যাই,
যখন দেখি এই পৃথিবী তার
বুকে ঠাই দিয়েছে-
কিছু হিংস্র জানোয়ার কে,
যারা দেখতে কি না আমারই মত...!