মূর্খ কি গাছে ধরে,
গাছে না থাক জঠরে,
তবে কি সব আবাল বকে;
পা ফেলে সব দাবার ছকে!
মূর্খরা কি বেশি চালাক,
চালাক না ছাই, আর কি!
পা চাটতে হরদম তারা,
খেলে কি সব ভেলকি!
মূর্খ নাকি হাদা ভাল,
নাকি হাদার চেয়েও মূর্খ;
মূর্খ-হাদা একই জিনিস,
না না হাদার চেয়ে মূর্খ?
মূর্খ নাকি সব জায়গায়,
করে কি সব তেলেসমাতি,
সময় ফুরোয় মূর্খ মশাই,
করলে দেরী, নিভবে বাতি।
সমাজটাতে মূর্খরা সব
মুখোশ পরে শিক্ষিতের,
শিক্ষিত সব হীন লাগে
গেলে কাছের মূর্খের।
মূর্খরা সব ঝান্ডা হাতে,
ঘোরায় ছড়ি, মাখে তেল,
শিক্ষিত সব হেরে গেলে,
ন্যাড়া মাথায় পড়বে বেল!