আমাদের একজন নেতা ছিল,
ছিল একজন খোকা,
একজন তেজী, দীপ্ত তরুণ,
একজন ত্যাগী পুরুষ ছিল।
যাকে স্পর্শ করতে পারে নি
কোন ভয়, জেল, জরিমানা,
এমনকি হানাদারের কোন বুলেটও।
ফাঁসি কাষ্ট যাকে দেখে লজ্জা পেত,
শোষকের মিথ্যে প্রোপাগান্ডা,
বন্দুকের তাক করা নল,
যিনি ফিরিয়ে দিতেন ভীষণ ঔদার্য আর দেশ প্রেমের দৃঢ়তায়!
কোন সন্দেহ নেই মার্টিন লুথার কিং কিংবা
কেনেডির চেয়েও যার ভাষণ শক্তিশালি,
যিনি কৃষক, শ্রমিক, দিনমজুর, চায়ের দোকানদার, রিক্সাওয়ালা থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, সাংবাদিক পাড়ার ছিঁচকে চোর-
এমনকি পতিতার মনেও বুনে দিয়েছিলেন স্বাধীনতার বীজ।
যিনি একটি দেশ, একটি পতাকা,
একটি মানচিত্রকে এঁকে দিয়েছিলেন কোটি কোটি মানুষের বুকে।
যার নামে স্বাধীনতা শব্দ নান্দনিক রুপ পেয়েছিল,
যার তর্জনী দলিতদের কথা বলে,
যার তর্জনী শত্রুর গালে চপেটাঘাত ফেলে,
যার বুকে সাত কোটি বাঙালীর ভালোবাসা বাস করে,
খুব সম্ভবত তাঁর শেষ রক্ত বিন্দুটিকেও আমরা নিংড়ে নিয়েছি!
আপনি আমাদের ক্ষমা করুণ হে বঙ্গবন্ধু।
আমাদের একজন চেঁ ছিল, একজন মার্টিন লুথার কিং ছিল,
জন এফ কেনেডি ছিল একজন আব্রাহাম লিংকন ছিল;
যাকে আমরা নির্মম ভাবে হত্যা করেছি!