ছুটছে ধুলো মাতাল হাওয়ায়,
পিছনে তার ছাপ রয়ে যায়,
ধুলোঝড় এই পৃথিবীটায়,
কেমন যেন দাগ রেখে যায়।
ধুলোর সাথে লুটোপুটি
ধুলোর সাথে খেলা
ধুলোর সাথে খামখেয়ালি
ধুলোয় কাটে বেলা।
ধুলোয় ধূসর পৃথীবি আর
ধূসর ছবি তার-
ধুলোয় ধূসর রঙ তুলি;
সেই ধুলো মেখে একাকার।
ধুলোয় জীবন কাটছে কেমন?
মাতাল হাওয়ায় উড়ছে কি মন?
ধুলোয় ধূসর আকাশটাতে ধুলোর আস্তরন?
ধুলোতো নয়! ধুলোর মাঝে আলোর বিচ্ছুরন।