চেনা মুখ চেনা মন
চেনা পথ চেনা গান
হৃদয়ের আশেপাশে
চেনা সবই অচেনা।

তবু মন থাকে ঘিরে
চেনা অচেনার ভিড়ে
খুঁজে পেতে তবু চায়
চেনা আর অচেনায়।

হারানো সেই সুখ
ফেলে আসা সেই দিন
চেনা সেই সব কিছু
হারিয়েছে বেদনায়!