সমুদ্রে ঝড়ো হাওয়ার মতো আমার হৃদয়ে তোমার ভালোবাসার ঢেউ বয়ে চলে
প্রতিটি মুহূর্ত তোমাকে কাছে পাওয়ার প্রবল উত্তেজনা, হৃদয় তোমার কথাই বলে।
ইচ্ছে হয় শত কষ্ট, শত সংগ্রাম করে হলেও বারবার শুধু তোমার কাছেই ফিরে আসি
ইচ্ছে হয় সহস্রকোটি বছর তোমাকে নিয়ে মহাসমুদ্রে গন্তব্যহীন তরিতে ভাসি।
আমার অনুভূতির আঙ্গিনা তোমাকে নিয়ে সহস্রকোটি আল্পনা দিয়ে আঁকা
একটা মুহূর্ত আড়াল হলে বুঝি কতটা মানুষিক যন্ত্রণা পোহাতে হয় তুমিহীন থাকা।
সহস্রকোটি বছর পার হয়ে যায় আমার চেয়ে তোমার ঐ মায়বী দুটি চোখে
আরও সহস্র সহস্রকোটি বছর বাঁচতে ইচ্ছে জাগে প্রিয়সী তোমায় দেখে দেখে।
শুধু মিলনে কি ভালোবাসা হয়? না। ভালোবাসা যে দুটি হৃদয়ের বন্ধন
মিলনেই যদি ভালোবাসা হতো তবে নতুনকে বরণ না করে পুরানের তরে কেন এতো ক্রন্দন?
তোমার নামে প্রভাতে সূর্য ওঠে, দুপুর কাটে, সন্ধা নামে আকাশ পানে
তোমায় নিয়ে অনুভূতিগুলো সমুদ্রের ঢেউয়ের মতো কেমন খেলা করে বিধাতাই ভালো জানে।
তোমার উদাত্ত ভালোবাসা পেতে আমার আকাশ চাতক পাখির মতো চেয়ে আছে
তার চোখে নিদ্রা নেই,জাগ্রত স্বপ্ন চোখে,আকুল প্রার্থনা করে তোমায় পেতে কাছে।
যদি তোমার ঐ উদাত্ত হৃদয়ের ভালোবাসা পাই তাহলে আমি অমর হব
পুষ্পের মতো করে তোমাকে ভালোবাসা দিয়ে আমি নিজেকে চিরতরে বিলিয়ে দেব।
বলো না ওগো প্রিয়সী, তুমি কি 'আমার তুমি' হবে? তুমি কি হবে আমার মিতা?
তোমার থেকে পাওয়া ক্ষুদ্র-ক্ষুদ্র অনুভূতিগুলো আমার এক একটা ক্ষুধার্ত কবিতা।
ক্ষুধার্ত হায়নারা যেমন রক্ত খাওয়ার প্রবল উত্তেজনায় ছটফট করতে থাকে
তেমনি আমার ভালোবাসারা প্রতি মুহূর্তে তোমার ভালোবাসার ছবি আঁকে।
তোমার সাথে কাটানো আমার প্রতিটি সময় যেন এক একটা জান্নাত
তুমিহীন প্রতিটি মুহূর্তে মনে হয়েছে আমার কাটাচ্ছি আমি যাযাবর রাত।
তোমাকে উৎসর্গ করলাম নির্ঘুমে কাটা রাত্রির ভাবনা,চোখের জল, সব স্বপ্ন-আশা
উৎসর্গ করলাম হৃদয়ের সব 'ভালেবাসা অতঃপর', ভালোবাসা অতঃপর ভালোবাসা।