স্বাধীন বাংলার গল্পে গল্পে
বঙ্গবন্ধু তুমি,
তোমার জন্য ধন্য হলো
বাংলাদেশের ভূমি।

শত কবির শত কাব্যে
তোমার নামটি লেখা,
শিল্পির হাতে যতন করে
তোমার ছবি আঁকা।

তোমার নামে প্রতিদিনই
উড়ছে স্বাধীন নিশান,
স্বাধীন বাংলা পেয়েছি আজ
সে-তো তোমারি দান।

মুক্তিযুদ্ধের ঘোষক তুমি
তুমিই স্বাধীনতা,
তোমার ডাকে সাড়া দিলো
বাংলার সব জনতা।

তোমার জন্য ধন্য হলো
বাংলার মানুষ যত,
তোমার নামটা দেশের মাঝে
থাকবে অবিরত।

                
#বই- বঙ্গবন্ধু এবং বাংলাদেশ #কবিতা নং- ৩৪৫।
# রচনাকাল-১৮/০৮/২০২২ খ্রি.।