তোমার হাতটি ধরে আমি
হাঁটবো নদীর পারে
দুঃখ ভুলে তোমার কাছে
আসবো বারেবারে।
নদীর মতো উদার হবো
তোমার জন্য আমি
আমার কাছে বন্ধু ওগো
তুমি ভীষণ দামি।
দু'হাত তুলে মোনাজাতে
প্রভুর কাছে চাওয়া
একই সাথে দু'জন যেন
জান্নাতে হয় যাওয়া।
#রচনাকাল : ২১/০৯/২০২৪, শনিবার। (৪১১)