আমি কবি লেখি কাব্য
বেচি সুখের ভাগ
অনেক মানুষ না বুঝে হায়
করে শুধু রাগ।
টাকার মত কষ্ট জমাই
হাসি ভরা মুখ
মিথ্যা হাসি হেসে জুড়াই
আমার প্রিয় বুক।
স্বপ্ন চোখে খেলা করে
ভালো কিছু পাই
পূরণ হবার আশা পুষি
চেয়ে শুধু যাই।
কত কথা, কত ব্যথা
করি আমি ভোগ
মাঝে মাঝে পোহাই আমি
ভীষণ দুঃখ শোক।
শতকোটি দুঃখ তবু
গড়ব আমি দেশ
প্রভু সহায় হলে একদিন
দুঃখ হবে শেষ।
#বই- সীমাহীন নিঃসঙ্গতা #কবিতা নং-৩৭৫।
#রচনাকাল- ০২/১০/২০২৩ খ্রি.।