যেখানে এসে জীবন গড়তে কলম, খাতা
হাতে নিলাম তুলে
কেমন করে সেই স্মৃতির স্কুলের কথা
যাব আমি ভুলে!
পেয়েছি শিক্ষাগুরুদের কাছে
আদর, স্নেহ ও ভালোবাসা
বন্ধুদের সাথে হত খেলাধুলা
হত কত মেলামেশা।
স্মৃতির পাতায় আঁকা ছবি
কোনদিন মোছার নয়
‘দত্তপাড়া টি.এন. একাডেমি স্কুল
এক ঐতিহ্যবাহী শিক্ষালয় ।
চলে যাব একদিন, তবু
এ স্মৃতি রবে চিরদিন
গুরুজনের কাছে দোয়াপ্রার্থী
মোদের জীবন হয় যেন রঙিন।