শীতের সকাল, ঠান্ডা হাওয়া
শিশির ভেজা ঘাসে,
পা দোলাতে ভালোই লাগে
সূর্য মামা হাসে।
খেজুর রসে শীতের সকাল
লাগে আরো ভালো,
সূর্য উঠে মুছলো আঁধার
ভুবন হলো আলো।
পিঠা-পুলির ধুম পড়ে যায়
শীতের সকাল বেলা,
সন্ধা হলেই যায় দেখা ভাই
ফেদার খেলার মেলা।
শীতের সাথে লড়াই চলে
গরম কাপড় পরে,
রাতের বেলা আকাশ হতে
শিশির বিন্দু ঝরে।