১.
সেই ছোট্ট শিশুটি—
জন্মের পরে হামাগুড়ি দিতে দিতে
আজ এত বড় হয়েছে।
সেই ছোট্ট শিশুটি—
দোলনায় দোল খেতে খেতে
আজ কত বড় হয়েছে!
অ-আ, ক-খ, ১-২ পড়তে পড়তে
দেখ আজ সে কত বড় হয়েছে।
সেই ছোট্ট শিশুটি—
মায়ের মুখে ঘুম পাড়ানি
গান শুনতে-শুনতে
আজ সে কত বড় হয়েছে।
সেই ছোট্ট শিশুটি—
নানা-নানির কাছে গল্প শুনতে-শুনতে
সে আজ কত বড় হয়েছে।
সেই ছোট্ট শিশুটি—
যে নাকি চক দিয়ে শ্রেটে
লিখে লিখে, মুছে-মুছে
আজ এত বড় হয়েছে।
সেই ছোট্ট শিশুটি—
যে নাকি আম-জাম কুড়িয়ে কুড়িয়ে
আজ এত বড় হয়েছে।
২.
সেই ছোট্ট শিশুটি—
যে প্রাথমিক শিক্ষার
প্রথম সিঁড়িতে পা দিয়েছে।
নাজমা স. প্রা. বিদ্যালয়ে ভর্তি হয়েছে।
সেই ছোট্ট শিশুটি—
যার ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম শ্রেণি পাশ করে
একটি সার্টিফিকেট অর্জিত হয়েছে।
৩.
সেই ছোট্ট শিশুটি—
মাধ্যমিক শিক্ষার প্রথম স্তরে পা দিয়েছে,
দত্তপাড়া টি. এন. একাডেমিতে ভর্তি হয়েছে।
সেই ছোট্ট শিশুটি—
অনেককিছুই জানত না
অনেককিছুই বুঝত না
আজ সে অনেকটাই বুঝমান হয়েছে।
সেই ছোট্ট শিশুটি—
৬ষ্ঠ, ৭ম, ৮ম শ্রেণি পাশ করে।
আরেকটি সার্টিফিকেট অর্জিত হয়েছে।
সে কবি হয়েছে। সে কবিতা লিখতে শিখেছে।
সেই ছোট্ট শিশুটি—
সে ৯ম শ্রেণিতে পদার্পন করেছে।
সে ভালোবাসতে শিখেছে
তার ভেতরে এখন আবেগ প্রবর্ণিত হয়েছে,
সে এখন আবেগে পথ চলে, সে প্রেমিক হয়েছে।
সেই ছোট্ট শিশুটি—
১০ম শ্রেণি পাশ করে
আরেকটি সার্টিফিকেট তার অর্জিত হয়েছে।
8.
সেই ছোট্ট শিশুটি—
এসএসসি পাশ করে
ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজে
একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে।
সে অভিনেতা হয়েছে, অভিনয় করতে শিখেছে।
সেই ছোট্ট শিশুটি—
আনন্দ-বেদনার গান শিখেছে।
অনেক প্রতিভাবান হয়েছে।
সেই ছোট্ট শিশুটি—
যে নাকি অনেকটাই পরিবর্তন হয়েছে।
সেই ছোট্ট শিশুটি—
যার ভেতরে কল্পনা বিরাজমান
যার ভেতরে বাস্তবতার চেয়ে
কল্পনাই বেশি কাজ করে।
সেই ছোট্ট শিশুটি—
যে অনেককিছুই বলতে শিখেছে
অনেককিছুই লিখতে শিখেছে
অনেককিছুই ভাবতে শিখেছে।
সেই ছোট্ট শিশুটি—
এইচএসসি পাশ করে তার
আরেকটি সার্টিফিকেট অর্জিত হয়েছে।
৫.
সেই ছোট্ট শিশুটি—
রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্সে ভর্তি হয়েছে
সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ, ফরিদপুর। বাকিটা লেখাপড়া এখান থেকেই করতে চায় শেষ নিজেকে গড়তে চায়, গড়তে চায় দেশ।
৬.
সেই ছোট্ট শিশুটি—
আমি বাবুল হাওলাদার
সবার দোয়াপ্রার্থী, আমি কবি তোমাদের জন্য
ভালোবাসা দিয়েছ, আমায় করেছ ধন্য।
হয়তো আমি হারিয়ে যাব স্মৃতিগুলো রেখে
কোনো একদিন সেই স্মৃতির পাতা বলবে তোমাদের
ধন্য মোরা ধন্য তারই জন্য।
৭.
সেই ছোট্ট শিশুটি—
আমি গুরুজনদের প্রেম ভিখারি।
এই সোনার বাংলাদেশের
একজন সোনার সন্তান হব
এই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি।
সেই ছোট্ট শিশুটি—
লিখেছে ক'টা কবিতা তোমাদের জন্য
আমার এই কবিতা পড়লে হব আমি ধন্য।