ছাত্রছাত্রী আমরা তাই তো
লেখাপড়া করব,
লেখাপড়া করে মোরা
জীবনটাকে গড়ব।
পড়ার সময় পড়ব মোরা
খেলার সময় খেলব,
সর্ব সময় গুরুজনের
কথামতো চলব।
মা-বাবাকে কষ্ট দিলে
কষ্ট পাবে প্রভু,
মা-বাবাকে তাই তো মোরা
কষ্ট না দেই কভু।
মায়ের কথায় চলব মোরা
সত্য কথা বলব,
অন্ধটাকে মুছে মোরা
আলোটাকে জ্বালব।
অজানাকে জানতে হবে
অদেখাকে দেখা,
তবেই যেন স্বার্থক হবে
মোদের পড়ালেখা ।
ছাত্রছাত্রী আমরা তাই তো
অন্যায় নাহি করব,
অন্যায় হতে দেখলে মোরা
আগুন হয়ে জ্বলব ।