ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ
ব্যস্ত সবার কাজে
জীবন যুদ্ধে কেউ বা আমির
কেউ বা ফকির সাজে।
এই শহরে সকাল-সন্ধ্যা
হয় যে রঙ্গ কত
বিনা দোষে এই শহরে
ভুগছে মানুষ শত।
রঙ্গের শহর, রঙ্গের মানুষ
রঙ্গের রঙ্গ ঘটে
হাজার মানুষ, হাজার জনের
সম্পদ নেয় যে লুটে।
#বই- ছোটদের ছড়া কবিতা চাঁদের বুড়ি #কবিতা নং- ৩৮২।
#রচনাকাল-১১/১২/২০২৩ ইং।