ও আমার বন্ধু, রাশা বৃষ্টি
তোমার নামে নতুন পদ্যের হলো সৃষ্টি।
তোমার মুখে ঝরা মধুমাখা কথা
আমার লেখা পিপাসিত কবিতা।
মেঘ বালিকারা বৃষ্টি ঝরায় তোমার নামে
তোমার নামে শুভেচ্ছা পাঠালাম রঙ্গিন খামে।
দিনের শেষে ঐ আকাশে গোধুলি বেলা
মেঘ কনেরা করে যায় খেলা।
পুষ্পকাননে পুষ্পমঞ্জরি রাশি রাশি
তব মুখের স্বর্গীয় হাসি বড্ড ভালোবাসি।
(উৎসর্গ: ফারিন সুলতানা রাশা)
#বই- কারণে অকারণে ভালোবাসি #কবিতা নং- ২৭০।
# রচনাকাল-০৯/০৬/২০২১ খ্রি.।