ওগো মোর প্রেয়সী, মোরা দু'জন যেন
পুষ্পবাগের দু'টি ফুল,
মোরা দু'জন যেন প্রবাহিত ঐ নদীর
দু'টি কূল।
উদ্যান বুকে নাচে গো ফুল
আনন্দিত তাদের মন,
ঘরের প্রদীপ ন্যায় আলোকিত রাখব ঘর
আমরা দু'জন।
যামিনী বেলা গগন পানে দর্শন করো
দেখ কত তারার মেলা!
চাঁদটি আবার হাসি মুখে খেলছে
এক মহাআনন্দের খেলা।
পাতার আড়ে রবির আলো
সুন্দর লাগে বেশ,
মোদের এই হাসি খুশি প্রভু ওগো
হয় না যযেন শেষ।
জীবনের এই আদি হতে ইতি
সুখের যেন হয়,
ঝড় জীবনে আসুক যত, প্ৰভু ওগো
পাই না যেন ভয়।