ওগো আমার প্রিয়তমা তুমি আমার আশা
তুমি আমার এক আকাশ ভরসা,
হৃদয়ে আমার, তোমার জন্য অফুরন্ত ভালোবাসা
তোমায় দেখলেই আমি হারিয়ে ফেলি ভাষা।
সকাল, দুপুর, বিকেল, রাতে অথবা সর্বসময়
তোমায় দেখার নেশা জাগে,
অনেকটাই বদলে গেছি, ছিলাম না এমন
তোমায় দেখার আগে।
ওগো আমার প্রিয়তমা তুমি আমার আশা
তুমি আমার এক সমুদ্র ভরসা,
তোমায় আপন করে পাব আমার প্রত্যাশা
বুঝে নিও প্রিয়তমা আমার নিরবতার ভাষা।
তোমার চোখের চাহনী
মনে জেগেছে শিহরন
ঝরেছে শত ভুল আবরণ,
উদিত হল প্রেমের নতুন রবি
হয়েছি পিপাসিত প্রেমের কবি।
প্রিয়তম হও যদি একবার রাজি
হব আমি খেয়াঘাটের মাঝি,
জনম জনম পার হবে আমার নৌকায় করে
বাসব ভালো তোমায় জনম জনম ভরে।
ওগো আমার প্রিয়তমা তুমি আমার আশা
তুমি আমার এক পাহাড় সম ভরসা,
চাতক পাখির মত চেয়ে থাকি দেখব তোমার হাসি
সত্যি বলছি প্রিয়তম বড্ড ভালোবাসি।
চঞ্চুপুটে তোমার মিষ্টি মিষ্টি কথা
ভুলে যাই আমি অনেক অনেক ব্যথা,
অবাক চোখে দেখি শুভ্র দাতের হাসি
আমি যে ওগো প্রেম সাগরে ভাসি।
আমার চোখে তুমি যে সাত রাজার ধন
এক দেখাতেই তুমি আমার হয়েছ আপন।
আকাশের ঐ চাঁদটি জানে, ভাবি তোমায় কত রাতে
তোমার একলা রাতের সঙ্গি হব, হাটব হাত রেখে হাতে।
ওগো আমার প্রিয়তমা তুমি আমার আশা
তুমি আমার এক সমুদ্র ভালোবাসা।