কে তুমি জানি না
হয়তো বা আজই দেখেছি প্রথম।
তোমায় প্রথম দেখার পরেই
যেন মনে হল সমুদ্রের ঢেউ ফুলে উঠেছে।
মনে হল যেন বাগানের ফুলগুলি
গ্রীষ্মের তাপদাহের পরআবার জীবন ফিরে পেয়েছে।
আগে কখনো কাউকে দেখেহয়নি মনে এমন
না জানি জীবনটাই হয়ে গেল কেমন?
যেন আমার ভাঙা বেড়ার ফাঁক দিয়ে
সূর্যের আলো দিয়েছে হাসি,
যেন আঁধার রাতের তুমিআমার স্বপ্ন হয়েছ রাশি রাশি।
যেন দিগন্তের আলো পেলাম, যেন স্বপ্ন আজ অন্যরকম।
যেন স্বপ্ন মাঝেএকটি চেনা মুখ বারে বারে
আমার চোখে ভেসে আসে।
যেন হঠাৎ করে সোনালি রোদ্র এসে
জীবন ঝলকিত হয়ে গেল হল আলোকিত।
হঠাৎ করে জীবনটা কেমন যেন পাল্টে গেল,
একটি শুধু ভাবনা- সারাক্ষণ তুমি সেই মেয়েটা।
জানি না তব নাম, অনামিকা তুমি
ভালোবাসা আর ভালোলাগা কতটুকু তফাৎ জানতাম না
হয়তো বা তোমায় দেখার পরকিছুটা বুঝেছি আমি।
কেমন জানি মনে হয়তুমি আমার জীবনে হয়ে আছ দামি।
তব হাসি দেখেছি এক ঝলক,
তখন মের দু'চোখের পড়েনি পলক!
চাহনি তোমার কত যে মায়াময়
হয়তো বা তুমি নিজেও জানো না,
দেখেছি আমি কাজলমাখা চোখে কতটা ভালো লাগে
মাঝে মাঝে তোমার ভাবনাআমার এ মনে জাগে।