এল রে ভাই, এল পহেলা বৈশাখ
বাজে সানাই, বাজেরে ঢোল-ঢাক।
একটি বছর পরে ফিরে পেলাম এই দিন
দিনটি কোন ভাবেই হয়না যেন মর্জাদাহীন,
সবকিছু আজ ভুলে গিয়ে মনের মত সাজ
আনন্দে সবে মেতে উঠ, আজ ছেড়ে দিয়ে কাজ ।
যে ঘর ভাঙ্গল, নতুন করে বাধ সে ঘর
আজ নতুন করে জীবন সাজা, নতুন করে গড়,
দুঃখ-কষ্ট, ব্যথা-বেদনা সব ভূলে গিয়ে
প্রকৃতিকে দাও আজ নব রূপে সাজিয়ে।
ঘরের বধূ পান্তা আর ইলিশ যদিও না পায়
পিয়াজ আর মরিচ দিয়ে যেন তার পাস্তা খাওয়া হয়,
পান্তা ভাত, পোড়া মরিচ, ভাজা ইলিশ খাই
তাই দিয়ে আজ পহেলা বৈশাখ শুরু করলাম ভাই ।
নতুন জামা, নতুন প্যান্ট, মাথায় গামছা বেধে গানে-নাচে, আনন্দে আজ গেলাম মেতে,
নব দিনে সবার তরে নিয়ে এল আনন্দ, হাসি
নতুন বছরে পান্তা আর ইলিশ মাছে, সবে হল যে খুশি ।
এসো ভাই, নব দিনে মোরা শপথ করে ভালো পথে চলি
ভালো পথে চলে মোরা এই দেশটাকে গড়ি,
এল রে ভাই, এল পহেলা বৈশাখ
বাজে সানাই, বাজেরে ঢোল -ঢাক ।