দেখ স্বাধীন বাংলার নিশান
সবুজের বুকে লাল উড়ছে ভীষণ।
যে নিশানটি আজ পেয়েছি মোরা
সেটি লাখ শহিদের রক্তে গড়া।
মুছে ফেলল মাথার সিঁদুর যে নারী
হারিয়ে তার নরকে
বাঙালি আছে যতদিন
উচ্চারিত হবে এই বীর সেনাদেরকে।
এক সাগর রক্তের বিনিময়ে ফিরে পাওয়া
এই স্বাধীন সোনার বাংলা।
বাঙালি পায়নি ভয়
তাই বাংলাকে করেছে জয়।
এই বাংলায় দেখি সুন্দর সুন্দর ভূমি
স্বর্ণের চেয়ে দামি মাটি দিয়ে গড়া বাংলার জমি।