মুজিব তোমার জন্মই ধন্য করেছে আমাদের
ধন্য করেছে সমগ্র দেশ,
বাংলায় তোমার অবদান অপরিসীম
বলে তা হবে না তো শেষ।

বাঙালি যখন হারিয়েছিল পথ
দেখিয়েছ পথ তুমি,
তোমার জন্যই পেয়েছি মুক্তি, পেয়েছি স্বাধীনতা
মুক্ত হয়েছে মোদের জন্মভূমি।

ঢাকার রেসকোর্স ময়দানে মঞ্চ কাপিয়ে
শুনিয়েছিলে বাংলার সেই বীজ মন্ত্রটি
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

            
#বই- বঙ্গবন্ধু এবং বাংলাদেশ #কবিতা নং- ২৮৫।
# রচনাকাল-০৭.০৭.২০২১ খ্রি.।