বাংলা এবং দেশ দু'টি শব্দ মিলে একটি নাম
ধারণ করলো, নাম তার বাংলাদেশ।
এই নামটি মানচিত্রে ঠাঁই দিতে যাদের বুকের রক্ত ঝরেছে তাদের অবদান কোনদিন হবে না শেষ।
কবিতার পান্ডুলিপি সুরভীত হয়
কবির অন্তরের অনুভূতি থেকে,
তাইতো বাংলার সৌন্দর্য রং তুলিহীন
মনের মাঝে নিয়েছে এঁকে।
আমার দেশের সোনার মানুষ, সোনালি ধান, সোনালি আঁশ,
সোনালি স্বপ্নে আঁকা সোনার বাংলাদেশ,
পাখিদের গুঞ্জন, তপ্ত দুপুরে সবুজ শষ্যের দোলায়মান ক্লান্তির গান
ভোরের শিশির ভেজা দূর্বাঘাসে পা দোলাতে লাগে বেশ ।
দেশের সৌন্দর্যের সাথে মিশে গিয়েছে আবেগ, ভালোবাসা আমি হারিয়েছি সৌন্দর্যের মাঝে,
তাইতো প্রতিটি নিঃশ্বাসে বাংলার গুঞ্জরিত গান
মনের মাঝে গুনগুন সুরে বাজে ।
সহস্রকোটি বছর দেখে মুগ্ধ আমি
এই মনোলোভা বাংলাদেশ,
এত দেখার পরেও দেখার অনুভূতি
ফুরায় না, দেখার হয় না কভূ শেষ।