মম জীবনের একটি রচিত গান
যে গানে আজও দিতে পারিনি সুর,
কত যে পথচলা মোর রয়েছে বাকি, যাদের কাছে
জোর দাবি পথ দেখাবে তারাই করে দূর দূর !
মম নিকুঞ্জের গুঞ্জরিত কাব্য লিখে যাই
ডায়েরির পাতা ভরি,
মূল্যহীনতায় কাটিয়ে যাই দিন
তবুও নন্দিত কাব্য রচনা করি।
সঙ্গিহীন আমি চলি আমার পথ
আমি একেলা,
বুঝতেই পারি না প্রভু কেন
মোর সাথে খেলে শূন্যতার খেলা।
নব আনন্দিত বার্তা শোনার অপেক্ষায়
আমার কাটে দিবারাত,
মম কাব্য সাম্য যেন সবার তরে
নাই কোনো ভিন্ন জাত ।