তব টলমলে ঐ চোখে
যেন ভাসে মায়াবিনী খেলা,
অজানা আবেগে আমার
ভেবে ভেবে কেটে যায় বেলা ।
তব চঞ্চপুটে হাসির রেখা ওগো
মম দুঃখ ভোলাবে শত,
মম আঁখিদয় তব মন গলানো
হাসির তরে হবে নত ।
ওগো প্রেয়সী তোমার মুখে
সর্বদা ফুটে যেন মধুরতার বাণী,
মম আঁখি হায়, বলে তোমায়
তুমি যেন মম মনরাজ্যের রাজরাণী।