নবী আমার সবার সেরা
নবী মহান নেতা
তারই কথায় চলি যদি
হবে সবই জেতা।
সেরা নবী, সেরা রাসূল
আমার চোখের মণি
তারই চলা পথে চলে
ঈমান করব ধনী।
নবী আমার জীবন বিধান
জন্ম আরব দেশে
উম্মতেরই লাগি তারই
চোখে জলে ভাসে।
দোজাহানের ধনী হতে
মানব নবীর কথা
মেনে চলতে আসুক বাঁধা
আসুক যত ব্যথা।
#রচনাকাল- ২৩ অক্টোবর ২০২১ খ্রি.।